থমকে যাওয়া জীবন

থমকে যাওয়া জীবন

আমার থমকে যাওয়া জীবনটা এমন করে বদলে যাবে আমি ভাবিনি ৷ কোন এক সময় ভেবে ছিলাম জীবনটা এভাবেই শেষ ৷ আর কিছুই হবেনা আমাকে দিয়ে ৷ কিণ্ডু যখনআমি এখানে আসলাম আর সকলকে দেখলাম ,তখন আমার মনে হল ,তারা যদি পারে তবে আমি কেন পারবনা ৷ এটা আমার জীবনের ছোট বড় অনেক অভিজ্ঞতার মধ্যে অন্যতম একটা অভিজ্ঞতা ৷ এখানে  এসে আমি শিখলাম  যে আমিও পারব কিছু করতে ৷